দেশের ছয়টি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ কলেজগুলোর উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকরা। তাদের পদায়ন দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
জানা গেছে, পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যাপক বদরুন্নাহার। নোয়াখালীর সরকারি মুজিব কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের সহযোগী অধ্যাপক মো. মুলকুতের রহমান।
শরীয়তপুরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন একই কলেজের সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান। আর ঝিনাইদহের নুরুন্নাহার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই জেলার সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যাপক মো. আসাদ-উজ-জামান।
বদলিকৃতদের আগামী ২৩ মের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।