চাল রপ্তানি সীমিত করলো ভারত, বিশ্বজুড়ে বাড়বে খাদ্যের দাম

দৈনিকশিক্ষা ডেস্ক |

এবার চাল রপ্তানি সীমিত করল ভারত। এর অংশ হিসেবে ভাঙা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। সেই সঙ্গে বিভিন্ন গ্রেডের খাদ্যপণ্যটি রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে তারা। অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়াতে এবং দাম স্থিতিশীল রাখতে এসব সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিশ্বের সর্ববৃহৎ চাল রপ্তানিকারক ভারত। ১৫০টির-ও বেশি দেশে তা রপ্তানি করে তারা। ফলে দেশটি থেকে চালের চালান কমায় ক্রমবর্ধমান খাদ্যের মূল্যের ওপর চাপ বাড়বে।

ইতোমধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তীব্র তাপপ্রবাহ ও খরায় বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দর বেড়েছে। এখন ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ায় বিশ্বব্যাপী খাবারের দাম আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ভারত চাল রপ্তানিতে শুল্ক আরোপ করায় দেশটি থেকে তা কিনতে অনুৎসাহিত হবেন ক্রেতারা। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে খাদ্যপণ্যটি আমদানি করতে উৎসাহিত হবেন তারা। তবে এরই মধ্যে চালের মূল্য বাড়াতে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশ দুটি। 

তবে আধা সেদ্ধ ও বাসমতি চাল রপ্তানি শুল্কের বাইরে রেখেছে ভারতীয় সরকার। ৯ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে।

১০০ শতাংশ ভাঙা চাল রপ্তানি নিষিদ্ধ করেছে নয়াদিল্লি। দরিদ্র আফ্রিকান কিছু দেশ মানুষের খাবারের জন্য যা আমদানি করে।

অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট  বি. ভি কৃষ্ণা রাও বলেন,  নতুন করে আরোপিত শুল্ক ভারতের সাদা ও বাদামি চালের ওপর প্রভাব ফেলবে। দেশটির রপ্তানির যা ৬০ শতাংশেরও বেশি। 

তিনি বলেন, এ শুল্কের মাধ্যমে ভারতীয় চালের চালান বিশ্ববাজারে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। ক্রেতারা থাইল্যান্ড ও ভিয়েতনামে স্থানান্তরিত হবেন।

বিশ্বে চাল রপ্তানির ৪০ শতাংশই করে থাকে ভারত। আন্তর্জাতিক বাজারে থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান ও মিয়ানমারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তারা।

এবার মৌসুমি বৃষ্টিপাতের অভাবে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যে ধান রোপণ ব্যাহত হয়েছে। ফলে উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। তাই স্থানীয় বাজারে চালের দাম বেড়ে গেছে। তাতে লাগাম টানতেই মূলত রপ্তানি সীমিত করল ভারত।

ইতোমধ্যে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। একই সঙ্গে চিনি রপ্তানি সীমিত করেছে নয়াদিল্লি।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.002932071685791