চুম্বকের রহস্য খুলবে বিজ্ঞানবাক্সের ‘চুম্বকের চমক’

বিজ্ঞান প্রতিবেদন |

শিশুমনে সবচেয়ে বেশি বিস্ময় জাগায় যেসব জিনিস তার অন্যতম চুম্বক। কীভাবে ছোট একটি লোহার টুকরো অন্য কিছুকে দূর থেকে টেনে আনে, আবার কোনো কিছুর সাথে লেগে থাকে, উল্টো করে ধরলেও পড়ে যায় না এ নিয়ে ঘোর যেন কাটতেই চায় না। কীভাবে আবার চুম্বকের একটি টুকরোর কাছে আরেকটি টুকরোর নিতে গেলে দূরে ঠেলে দেয়, তা নিয়েও দেখা দেয় অন্যরকম আকর্ষণ।

সেই চুম্বক নিয়ে খেলার ছলে বিজ্ঞান শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়াতে অন্যরকম বিজ্ঞানবাক্স বাজারে এনেছে ‘চুম্বকের চমক’। এর উপকরণ নিয়ে শিশুরা সহজেই বানিয়ে ফেলতে পারবে দুর্দান্ত চুম্বক স্প্রিং, নিমিষেই বানাতে পারবে ম্যাজিক মোটর, নিজেই তৈরী করবে কলিং বেল। এধরনের মোট ২৬টি এক্সপেরিমেন্ট থাকছে চুম্বকের চমকে।

আরও পড়ুন: খেলার ছলে শিশুদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বাড়াতে ‘অন্যরকম বিজ্ঞানবাক্স’

চুম্বকের চমকের বাক্সে যেসব উপকরণ রয়েছে সেগুলো হলো দণ্ড চুম্বক, নিয়োডিমিয়াম চুম্বক, লোহার গুড়ো, কম্পাস, সুইচ, জেমস ক্লিপ, রিং ম্যাগনেট, খেলনা কুমির, খেলনা সুপারম্যান, পেন্সিল, মোটর, রিড সুইচ, সুতো, ফোম, ডিম্বাকৃতির চুম্বক ইত্যাদি! নিয়োডিমিয়াম চুম্বক, ব্যাটারি এবং পেরেক ব্যবহার করে ম্যাজিক মোটর তৈরি, চুম্বকের চারপাশে লোহার গুড়ো ছড়িয়ে দিয়ে বলরেখা দৃশ্যায়ন, ডিম্বচুম্বক ব্যবহার করে বিশেষ ধরনের সঙ্গীত তৈরি করা, বড় চুম্বক থেকে বাচ্চা চুম্বক তৈরির মাধ্যমে পাঠ্যবইয়ের ডোমেইন তত্ত্ব প্রয়োগ করা, হাতের স্পর্শ ছাড়াই কোনো বস্তুকে সরানো, ম্যাগনেটিক নিক্তি তৈরি, অচুম্বক পদার্থের সাথে চুম্বকের সংস্পর্শে স্লো মোশন ম্যাজিক দেখা, কলিং বেল তৈরি, তারকে লাফাতে সাহায্য করা ইত্যাদি মোট ২৬টি এক্সপেরিমেন্ট করতে পারবে শিশুরা।

আরও পড়ুন: শিশু শিক্ষার্থীদের ইলেক্ট্রনিক্স শেখাতে বিজ্ঞানবাক্সের ‘তড়িৎ তাণ্ডব’

চুম্বক নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে শিশুমনে নানা প্রশ্ন জাগবে। এর মাধ্যমে শিশুদের লেখাপড়ার অনেটাই হাতে কলমে শেখা হবে। আর দেখে দেখে কোনোকিছু শেখা গেলে তা মনে থাকে অনেক বেশি। এই প্রশ্নগুলো জাগাবার জন্যেই চুম্বকের চমক বিজ্ঞানবাক্সটি। এর মাধ্যমে শিশুদের সময়টাও খুব ভালো কাটবে।

উদ্ভাবকরা বলছেন, চুম্বক এক আশ্চর্য পদার্থ। আকর্ষণ এবং বিকর্ষণ স্রেফ এই দুটি ধর্ম দিয়েই খুব সহজ থেকে জটিল সব কাজ করা যায়। এই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে বিস্মিত করার উপকরণ অনেক বেশি। কারণ আমাদের প্রাত্যহিক জীবনে চুম্বকের বহুল ব্যবহার নেই। তাই চুম্বকের এক্সপেরিমেন্টগুলো শিশুদের কাছে অনেকটাই নতুন এবং আনকোরা মনে হবে, ভাবনার জগতে নতুন অনুরণন আসবে, বাড়বে ভাবনার পরিসর। চুম্বকের চমকের এক্সপেরিমেন্টগুলো বাচ্চাদের খেলার উপযোগী সেই সাথে চিন্তার দুয়ার প্রসারিত করে দেবে। তা ছাড়া এই খেলনা শিশুদের সৃজণশীল ও উদ্ভাবনী দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

‘চুম্বকের চমক’ এমন একটি খেলনা যা শিশুদের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। তাই আপনার সন্তান বা নিকটজনের জন্য দারুন একটি উপহার হতে পারে এই বাক্সটি। চুম্বকের চমকের দাম ৯৭১ টাকা। যে কেউ ঘরে বসেই অন্যরকম বিজ্ঞানবাক্স কিনতে পারবে, আবার অন্যের ঠিকানায় উপহার হিসেবেও পাঠানো যাবে। ঘরে বসে কিনতে বা উপহার পাঠাতে www.bigganbaksho.com ঠিকানায় গিয়ে অর্ডার করা যাবে।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024359226226807