চুরি করে গ্রিল বিক্রি করতে গিয়ে ধরা চবি ছাত্রলীগ নেতা

দৈনিক শিক্ষাডটকম, চবি |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের জানালার গ্রিল চুরি করে বিক্রি করতে যাওয়ার সময় এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে নিরাপত্তাকর্মীরা। পরে মুচলেকা দিলে তাকে ছেঁড়ে দেয় প্রক্টরিয়াল টিম। অভিযুক্ত মোহাম্মদ জুয়েল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। 

বৃহস্পতিবার (২০ জুন) হল থেকে গ্রিল চুরি করে বিক্রি করতে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন তিনি।

প্রক্টুর বরাবর দেয়া মুচলেকায় তিনি বলেন, “আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, আমি মোহাম্মদ জুয়েল, সেশন ১৭-১৮, ডিপার্টমেন্ট ব্যাংকিং ও বীমা, শাহজালাল হল, রুম নং ৩৩৬ তে থাকি। ভুলবশত কারণে পরিত্যক্ত জানালার দুটি গ্রিল অটোরিকশা যোগে বিক্রয় করার উদ্দেশ্যে শাহজালাল হল হতে বাইরে নেয়ার পথে জিরো পয়েন্ট গেটে আটকা পড়ি এবং প্রক্টর মহোদয় উপস্থিত হলে ভবিষ্যতে এই ধরনের কাজ করিব না মর্মে অঙ্গীকার করলাম। যদি ভবিষ্যতে করি পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিবে তা আমি স্বাচ্ছন্দ্যে মেনে নেব।”

অভিযুক্ত জুয়েল বলেন, গ্রিল দুটো অনেক পুরোনো। এগুলো কোন কাজে আসবেনা ভেবে না বুঝেই বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে ঘটনাটি অনেক বড় হয়ে যায়।

প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, একজন শিক্ষার্থী শাহজালাল হল থেকে জানালার গ্রিল বাইরে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। তবে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে আমাদের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে যায়।

তিনি আরও বলেন, পরিত্যক্ত হোক আর যাই হোক, একজন শিক্ষার্থী কখনোই বিশ্ববিদ্যালয়ের সম্পদ বাইরে নিয়ে যেতে পারে না। ভুল স্বীকার করে অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026850700378418