ভুয়া চেক দিয়ে গরু কেনাকে কেন্দ্র করে চেক জালিয়াতির মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বরগুনার বেতাগী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর নয়ন দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে বেতাগী পৌর এলাকার বাসিন্দা সুজন নামের এক মাছ ব্যবসায়ীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত পৌর নিবার্চনে কাউন্সিলর হওয়ার পর বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে নিজ এলাকার একাধিক বাসিন্দার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সম্প্রতি লাপাত্তা হন কাউন্সিলর নয়ন। পরে ওই কাউন্সিলরের বিরুদ্ধে চেক জালিয়াতি ও অর্থ আত্মসাৎসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে বরগুনা আদালত।
গ্রেফতারি পরোয়ানাও জারি হয় কাউন্সিলর নয়ন দাসের বিরুদ্ধে। তারই ভিত্তিতে শনিবার বেতাগী থানা পুলিশ তাকে গ্রেফতারের পর বরগুনা জেলহাজতে পাঠিয়েছে।
বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কাউন্সিলর নয়ন দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিলো। গোপন সূত্রে তার অবস্থান জানতে পেরে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছেন।