কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য 'চেয়ারম্যান'স অ্যাওয়ার্ড' পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থী। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ১৩তম ব্যাচের প্রতিভা রাণী দাস (১ম স্থান), সানজানা নেওয়াজ চৌধুরী (২য় স্থান), রোজিনা আক্তার লোপা (৩য় স্থান)।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোমিন উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন আহমদ।
শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় যে সকল শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করবে তাদের এ পুরস্কার দেয়া হবে এবং যার ধারাবাহিকতা চলমান থাকবে।