নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে গুলি করে হত্যাচেষ্টার মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে গাজীপুরের কালীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাকিল (৩৫) শিবপুরে মুনসেফেরচর (ইটাখোলা) এলাকার বাসিন্দা।
শিবপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টা মামলায় চার নম্বর আসামি শাকিল। বুধবার রাতে তার স্বজনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
শাকিল ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন, পুটিয়া কামারগাঁও এলাকার আরিফ সরকার, পূর্ব সৈয়দনগর এলাকার মো. মহসিন মিয়া (৪২), পুটিয়া কামারগাঁও এলাকার ইরান মোল্লা (৩০), কামারগাঁও এলাকার হুমায়ূন (৩২) ও নরসিংদী সদর থানার ভেলানগর এলাকার ড্রাইভার নূর মোহাম্মদ (৪৮)।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাসায় ঢুকে হারুনুর রশিদ খানের ওপর হামলা হয়। এ ঘটনায় চেয়ারম্যানের ছেলে আমিনুর রশিদ খান বাদী হয়ে পুটিয়া কামারগাঁও এলাকার আরিফ সরকারকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে শিবপুর মডেল থানায় মামলা করেন।