ছাত্রকে চড় মেরে লাঞ্ছিত ২ শিক্ষক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি |

পাবনার ভাঙ্গুড়ায় শ্রেণিকক্ষে ছাত্রকে থাপ্পড় মারার ঘটনায়র জের ধরে দুই শিক্ষককে লাঞ্ছিত করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে অষ্টমনিষা ইউনিয়নের বিশাকোল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একজন শিক্ষক। লাঞ্ছিতরা হলেন ছোট বিশাকেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ ও সহকারী শিক্ষক আব্দুস সামাদ।

জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বের শ্রেণিকক্ষে নবম শ্রেণির ছাত্র ইমনকে প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ কানে চড় দেন।  এতে তার কান দিয়ে রক্ত বের হলে প্রথমে স্থানীয় ডাক্তার দেখানো হয়। পরে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে ওই ছাত্রের পিতা ইউএনওসহ বিভিন্ন স্থানে অভিযোগ জানায়।

আর প্রধান শিক্ষক আব্দুল মজিদ অভিযোগ করেন, শুক্রবার রাত ৯টার দিকে বিশাকেল বাজারে তিনি এবং সহকারী শিক্ষক আব্দুস সামাদ একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় অষ্টমনিষা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীর উদ্দীন, ইউপি সদস্য দুলাল হোসেন ও আব্দুর কুদ্দুস এসে ছাত্রটিকে মারার কারণ জানতে চায়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তাদেরকে কিলঘুষি, দোকানের লাঠি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় আব্দুস সামাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার সকালে সহকারী শিক্ষক আব্দুস সামাদ এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। আর সাধারণ সম্পাদক নবীর উদ্দিন বলেন, ছাত্রকে থাপ্পড় মারার বিষয়ে শিক্ষকদের জিজ্ঞাসা করতেই সহকারী শিক্ষক আব্দুস সামাদ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করতে গিয়ে তাদের সাথে ধাক্কাধাক্কি হয়েছে। তবে কাউকে মারধোর করা হয়নি।

এদিকে ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, শনিবার সকালে শিক্ষক আব্দুস সামাদ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: প্রধান শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটলো ছাত্রের


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0029029846191406