ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি |

 

বরিশালের মুলাদী সরকারি ডিগ্রি কলেজের দুই শিক্ষকের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার মোল্লাবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুলাদী সরকারি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র মো. শাহাদাত এবংব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. আলী হাসান। দুজনই ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন কলেজের একাধিক শিক্ষার্থী।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, তাঁরা দুজনই মামলার আসামি। বাকি আসামিদের অবস্থান জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ এবং অভিযান চলছে। শিগগিরই সব হামলাকারীকে গ্রেপ্তার করা যাবে বলেও ওসি আশা প্রকাশ করেন।

মুলাদী সরকারি ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র মো. শাওন গত মঙ্গলবার সকালে কলেজের পরিচয়পত্র না দেখিয়ে একাডেমিক ভবনের দোতলায় যাচ্ছিলেন। এ সময় কলেজের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য প্রভাষক আবদুল আলীম ও হাফিজুর রহমান তাঁকে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে শাওন শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা শাওনকে আটক করে শিক্ষকদের কার্যালয়ে নিয়ে যান। পরে ক্ষমা চাইলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার কিছুক্ষণ পরেই ক্ষুব্ধ শাওন ১০-১২ জন সহযোগী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। লাঠিসোঁটা ও রড নিয়ে তাঁরা ২০২ নম্বর কক্ষে ঢুকে প্রভাষক আবদুল আলীমকে বেধড়ক মারধর ও কয়েকটি শ্রেণিকক্ষের দরজা-জানালা ভাঙচুর করেন। এ সময় শিক্ষক হাফিজুর রহমানকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন তাঁরা। এতে শিক্ষক আবদুল আলীম গুরুতর আহত হলে তাঁকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন বাদী হয়ে ওই দিন বিকেলেই ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পর কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় হামলায় নেতৃত্ব দেওয়া শাওনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ নিয়ে বুধবার ‘ছাত্রলীগ কর্মীর নেতৃত্বে শিক্ষককে পিটিয়ে আহত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0044078826904297