বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৬ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন বগুড়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংগঠনিক সম্পাদক আল ইমরান হোসেন, সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ নেতা সাদেকুল ইসলাম শুভ, জোবায়ের সরদার সিহাব ও মোহন ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়াও তাদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ লিখিতভাবে আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
বগুড়া জেলা ছাত্রলীগ দুইভাগে বিভক্ত। একপক্ষের নেতৃত্বে আছে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। অপরপক্ষ পরিচালনা করেন সহ সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ আর মাহফুজার রহমান।
গতকাল বৃহস্পতিবার বিএনপি-জামায়াতের অবরোধবিরোধী মিছিলে বগুড়া জেলা ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমানসহ উভয়পক্ষের অন্তত ১৩ নেতাকর্মী আহত হন।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
উল্লেখ্য, ২০২২ খ্রিষ্টাব্দের ৭ নভেম্বর ৩০ সদস্যের বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক গণ শিক্ষাবিষয়ক সম্পাদক সজীব সাহাকে সভাপতি এবং আল-মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পরপরই সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী বাকিরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা গঠিত ওই কমিটিকে তৃণমূলের সঙ্গে সম্পর্কহীন এবং অযোগ্য আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন। দুই পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া ও মারামারির ঘটনাও ঘটে। এমনকি পাল্টাপাল্টি মামলাও হয়।