দৈনিক শিক্ষাডটকম, নোয়াখালী: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালী সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ছয়জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের শহীদ অধ্যাপক আবুল হাসেম ছাত্রাবাস বন্ধের ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের গতকাল রাত ৯টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশনা দেওয়া হয়।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, পুরোনো ক্যাম্পাসে নোয়াখালী কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও একলাশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নোয়াখালী কলেজ ছাত্রলীগের সভাপতি আবু নাঈম তানিম, একলাশপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু বকর ছিদ্দিক সানিসহ ছয় নেতা-কর্মী আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কলেজের শহীদ অধ্যাপক আবুল হাসেম ছাত্রাবাসের হোস্টেল সুপার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন জানান, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় গতকাল রাত ৯টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীর ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোর্তাহিন বিল্লাহ বলেন, ‘ঘটনা জানামাত্রই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’