ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেজে প্রতারণা, গ্রেফতার ১

দৈনিকশিক্ষা ডেস্ক |

কখনো ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক, কখনো মিরপুর বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি। আবার কখনোবা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিজের পরিচয় দিতেন। এভাবে মো. বনি আমিন ওরফে সাকিব (২৯) নামের এক যুবক প্রতারণা করে আসছিলেন। প্রতারণার অভিযোগে গতকাল বুধবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদেন এ তথ্য জানা যায়।

ডিবির দক্ষিণ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) খন্দকার আরাফাত লেনিন বলেন, গত ৩১ অক্টোবর সাকিব নিজেকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান পরিচয় দিয়ে এনসিসি ব্যাংক কর্তৃপক্ষের কাছে ফোন করেন। ফোনে তিনি সাকিব নামে একজনকে ব্যাংকে চাকরি দেওয়ার জন্য বলেন। পরে তিনি আরেকটি মুঠোফোন নম্বর থেকে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে চাকরির বিষয়ে কথা বলেন এবং ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির রেফারেন্স দেন। প্রকৃতপক্ষে সাকিব নিজেই নিজের চাকরির জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এ জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতির নাম ব্যবহার করেন তিনি। ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ছাত্রলীগ নেতা আল নাহিয়ান ১২ নভেম্বর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি বিষয়টি ডিবির মাধ্যমে তদন্তের আবেদন করেন। তদন্তে সাকিবের এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে তাঁকে মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে পদচারী-সেতুর নিচ থেকে গ্রেপ্তার করা হয়। 


ডিবির এডিসি খন্দকার আরাফাত লেনিন বলেন, গ্রেপ্তারের সময় সাকিবের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ১৯টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। এসব ভিজিটিং কার্ডে সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি বাঙলা কলেজ শাখা ও রাজস্ব পরিদর্শক, ঢাকা ওয়াসা, পিপিআই রাজস্ব জোন-৩ লেখা রয়েছে।


এ ঘটনায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা করেছেন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0027520656585693