ছাত্রলীগে ব্যস্ত শিক্ষক বিদ্যালয়ে যাওয়ার সময় পান না

টাঙ্গাইল প্রতিনিধি |

চলতি বছরের শুরুর দিকে টাঙ্গাইলের সখীপুরের পশ্চিম কালিদাস পানাউল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জেবুন নাহার শিলা। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, কোনো চাকরিজীবী সংগঠনের পদে বহাল থাকতে পারবেন না-এমন স্পষ্ট নির্দেশনার পরও চাকরির পাশাপাশি স্বপদে বহালতবিয়তে আছেন এ নেত্রী। ছাত্র রাজনীতিতে সরব উপস্থিতি থাকলেও বিদ্যালয়ে তিনি একদমই নিষ্ক্রিয়। গত ৮ মাসে বিদ্যালয় বা কর্মস্থলে ছিলেন মাত্র ৫৪ দিন।

চলতি বছরের ২৪ জানুয়ারি পশ্চিম কালিদাস পানা উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন শিলা। এরপর থেকে বিভিন্ন অজুহাতে দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মিত ক্লাসে যান না। অধিকাংশ সময়ই থাকেন ইডেন মহিলা কলেজের হলে। থাকেন ছাত্রলীগের কলেজ ও কেন্দ্রীয় কর্মসূচিতে।

বিদ্যালয়ে গিয়ে জানা যায়, যোগদানের পর থেকে এখন পর্যন্ত সর্বমোট ৫৪ দিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। সর্বশেষ গত ৯ জুলাই বিদ্যালয়ে গিয়েছিলেন। এরপর থেকেই আছেন মেডিকেল ছুটিতে। চাকরিতে যোগদান থেকে এখন পর্যন্ত মোট তিনবার মেডিকেল ছুটি নিয়েছেন। ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী জানায়, ম্যাডাম অনেক দিন আগে আমাদের ক্লাস নিয়েছেন। তবে মাঝে মাঝে তিনি আমাদের স্কুলে আসেন।

এদিকে কর্মস্থল থেকে মেডিকেল ছুটিতে থাকলেও এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের নানা কর্মসূচিতে ছিলেন তিনি। গত ১৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজে ছাত্রলীগের কর্মিসমাবেশ এবং ১৭ সেপ্টেম্বর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী সমাবেশেও দেখা গেছে তাকে।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক ধীরেন চন্দ্র সরকার বলেন, কাগজে-কলমে তিনি বিদ্যালয়ের শিক্ষক; কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসেন না। চিকিৎসা-ছুটি নিয়ে দীর্ঘ সময় ধরে স্কুলে অনুপস্থিত। আগের ছুটি শেষ হলে আবার নতুন করে ছুটি নেন। গত আড়াই মাসে আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করছেন না।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমলা বলেন, তিনি না থাকায় তার ক্লাসগুলো আমরা ভাগ করে নিচ্ছি। এতে আমাদের ওপর বাড়তি চাপ পড়ছে।

এ বিষয়ে ছাত্রলীগ নেত্রী জেবুন নাহার শিলার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। মোবাইলে এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান বলেন, এ নিয়ে আমি অবগত নই। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ভালো বলতে পারবেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাফিউল ইসলাম বলেন, তিনি মেডিকেল ছুটিতে আছেন। কিন্তু যোগদানের পর থেকে মাত্র ৫৪ দিন স্কুলে উপস্থিত, বিষয়টি আমার জানা ছিল না। বিদ্যালয়ে গিয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম বলেন, এটা গুরুতর অনিয়ম। এটা কখনো মেনে নেওয়া যায় না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমাকে বিষয়টি অবগত করেননি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
হামলায় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের - dainik shiksha হামলায় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত - dainik shiksha সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ: সারজিস - dainik shiksha নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ: সারজিস মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত - dainik shiksha সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর - dainik shiksha অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0025069713592529