সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের মিয়াপাড়ায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এসময় ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের চার জনকে আটক করে পুলিশ। আটকদের গোপালগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।
জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের মিয়াপাড়া এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল ছাত্রলীগকে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় তাদের। মিছিলটি সাহাপাড়া এলাকার ডা. অসিত কুমার মল্লিকের বাড়ির সামনে পৌঁছালে পুলিশের একটি টহল গাড়ি দেখে পালিয়ে যান বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের চার জনকে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘শহরের মিয়াপাড়া এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিলো। এ সময় সদর থানার টহল পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালায় বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে বুধবার (২৩ অক্টোবর) রাতে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।