জয়পুরহাট সদরেরে চিত্রাপাড়া এলাকার এক ছাত্রাবাসের থেকে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এসময় মো. সাব্বির হোসেন (৩০) ও মো. রতন মন্ডল (৩২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে র্যাব বিশেষ অভিযান চালিয়ে সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চিত্রাপাড়ার তামিম ছাত্রাবাসের একটি তালাবদ্ধ রুমের ভেতর থেকে ১৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, জয়পুরহাট সদর থানার চিত্রাপাড়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন ও একই গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে রতন মন্ডল।
র্যাব-৫ ও সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার মো. ইমদাদ হোসেন বিপুলের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তামিম ছাত্রাবাসের একটি তালাবদ্ধ রুমের ভেতর থেকে ১৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
র্যাব আরো জানান, আটককৃতরা জব্দকৃত গাঁজা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সামনে স্বীকার করেছেন। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে জয়পুরহাট, নওগাঁ ও দিনাজপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রি করতো। পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ২০১৮ খ্রিষ্টাব্দের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের পূর্বক বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।