জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে প্রশ্ন সরবরাহের অভিযোগের ঘটনা তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জুয়েল কুমার সাহার বিরুদ্ধে এক ছাত্রীকে সেমিস্টার ফাইনালের ইমপ্রুভমেন্ট পরীক্ষার প্রশ্ন আগেই সরবরাহ করার অভিযোগ ছিলো।
জানা গেছে, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহানকে আহ্বায়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন ড. মো. মনিরুজ্জামান খন্দকারকে সদস্য করে সে অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে জবি প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট জমা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এখনও কমিটির আনুষ্ঠানিক কোনো সভা হয়নি। তদন্তের জন্য এক মাসের মতো সময় দেয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত করে রিপোর্ট জমা দেবো।
প্রসঙ্গত, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জুয়েল কুমার সাহার বিরুদ্ধে বিভাগের স্নাতক পর্যায়ের চূড়ান্ত বর্ষের এক ছাত্রীকে সেমিস্টার ফাইনালের ইমপ্রুভমেন্ট পরীক্ষায় নিজের কোর্স ‘ক্লাসিক্যাল ইলেকট্রো ডাইনামিকস-১’-সহ আরও কয়েকটি কোর্সের প্রশ্ন সরবরাহ করার অভিযোগ ওঠে। ২০২২ খ্রিষ্টাব্দের ৪ ডিসেম্বর দ্বিতীয় বর্ষের ওই কোর্সের মানোন্নয়ন পরীক্ষার সময় দায়িত্বরত শিক্ষকরা নকলসহ ওই ছাত্রীকে আটক করেছিলেন।