ছাত্রীদের উত্ত্যক্তর প্রতিবাদ করায় তিন ছাত্রকে মারধর

নওগাঁ প্রতিনিধি |

নওগাঁর মান্দায় সহপাঠী স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারপিটের শিকার হয়েছেন চকরঘুনাথ উচ্চ বিদ্যালয়ের তিনজন ছাত্র। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের থানতলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে কালিকাপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকার কয়েকজন ছাত্রী একসাথে বাড়ি ফেরার পথে কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি, কীর্ত্তলী এবং বটতলী এলাকায় পৌঁছালে অজ্ঞাত কয়েকজন বখাটে তাদের উত্ত্যক্ত করেন। ওইদিন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তারেক রহমান ওই ঘটনার প্রতিবাদ করেন আর ওইসব বখাটেদের ছবি তোলে। এরপর তার কাছে থেকে বখাটেরা মোবাইল ছিনিয়ে নিয়ে ছবিগুলো ডিলিট করে দিয়ে তা ফেরত দেয়। পরবর্তীতে বিষয়গুলো কাউকে না বলার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে চলে যায়। এর পরদিন শুক্রবার দুপুরে আবার ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে এসে পুনরায় উত্ত্যক্ত করতে থাকে। 

এ ঘটনার প্রতিবাদ করায় রোববার সকালে বখাটে ফারুক এবং সোহেলের সঙ্গে মোবাইল ফোনে তারেকের বাকবিতন্ডা হয়। এরই জের ধরে তারা সংঘবদ্ধ হয়ে এসে কালিকাপুর ইউনিয়নের থানতলা মোড়ে চকরঘুনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তারেক রহমানের ওপর হামলা চালায়। এ ঘটনায় আরও ২ জনসহ মোট ৩জন শিক্ষার্থী আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

সত্যতা নিশ্চিত করে চকরঘুনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রাং দৈনিক শিক্ষাডটকমকে বলেন, রোববার সকালে ৩ জন শিক্ষার্থী বখাটেদের মারধরের শিকার হয়। পরে স্থানীয় ও প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলম সেখ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন বলে জেনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মান্দা থানার এস আই হাসান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় স্থানীয়দের সহযোগীতায় চকরঘুনাথ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ দুই জন বখাটেকে আটক করে রাখে। তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল। কিন্ত এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ না করায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028669834136963