ছাত্রীদের সঙ্গে জাবি প্রক্টরের অনৈতিক সম্পর্ক ফাঁস

জাবি প্রতিনিধি |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির সঙ্গে বিভাগের একাধিক সাবেক ছাত্রীর অনৈতিক সম্পর্কের কথা ফাঁস হয়েছে। অধ্যাপক জনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। বিভিন্ন সময় তিনি ছাত্রলীগে পদ-পদবি, বিশ্ববিদ্যালয়ে চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

সম্প্রতি ওই বিভাগের সাবেক ছাত্রী ও সাবেক ছাত্রলীগ নেত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এই শিক্ষক। পরে জোরপূর্বক ছাত্রীর গর্ভপাতে বাধ্য করেন। সাবেক এ ছাত্রীর সঙ্গে জনির ওই সময়ের কথোপকথনের একাধিক অডিও ক্লিপ এ প্রতিবেদকের হাতে এসেছে।

এদিকে তার সঙ্গে বিভাগে প্রভাষক পদে সদ্য নিয়োগ পাওয়া সাবেক শিক্ষার্থীর অনৈতিক সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। ২১ নভেম্বর তাদের এক অন্তরঙ্গ ছবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এর পরপরই জনির অন্যান্য অনৈতিক কার্যকলাপের বিষয় আলোচনায় আসে। তার মেসেঞ্জার চ্যাটিংয়ের কিছু স্ক্রিনশর্ট পাওয়া গেছে। সেখানে জনি বিভাগের এক সাবেক ছাত্রী ও সাবেক ছাত্রলীগ নেত্রীকে শারীরিক সম্পর্কে প্রলুব্ধ করেন। এর আগে এ সম্পর্কিত কয়েকটি ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

জানা গেছে, মাহমুদুর রহমান জনি তার সহপাঠী ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ভিন্ন ধর্মাবলম্বী নারীকে বিশেষ আইনে গোপনে বিয়ে করেছেন। ১৪ বছর তারা সম্পর্কে আছেন। ওই নারী বিয়ের বিষয়টি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সজিব কুমার সাহা বলেন, জনির সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করার দরুণ জানি, সে ছাত্রনেতা ও শিক্ষক থাকা অবস্থায় একাধিক ছাত্রলীগ নেত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। পাশাপাশি নিয়োগ ও ভর্তি বাণিজ্যের সঙ্গেও জড়িত ছিল জনি। 

জাবি প্রক্টর আ.স.ম ফিরোজ-উল হাসান বলেন, অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ আমার কাছে নেই। সুতরাং আমার পক্ষে এ ব্যাপারে মন্তব্য করা কঠিন। তবে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে তাকে অপসারণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনিকভাবে আলোচনার পর যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তা আমরা নেব।

অভিযুক্ত জাবি শিক্ষক মাহমুদুর রহমান জনি বলেন, আমাকে সামাজিকভাবে হেয় করতেই এসব ভুয়া কল রেকর্ড ছড়ানো হচ্ছে। আর যেসব পোস্টার ক্যাম্পাসে ছড়ানো হয়েছে তা দিয়ে প্রমাণিত হয় না আমার কারও সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল। বিয়ের বিষয়ে তিনি বলেন, এটা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0033838748931885