দৈনিক শিক্ষাডটকম, জাককানইবি : ছাত্রীদের মধ্যরাতে চা-পানের দাওয়াত, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তরঙ্গ ভিডিও লিংক শেয়ার, কুপ্রস্তাব ও হেনস্থার অভিযোগে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ূন কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তিন সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটিতে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার (ডিসি) উম্মে সালমা তানজিয়া এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ডক্টর এ কে এম আব্দুর রফিক।
এদিকে অভিযুক্ত শিক্ষক সাজন সাহা এবং মানবসম্পদ বিভাগের প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তৃতীয় দিনে গড়িয়েছে। গত মঙ্গলবার তারা মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের কার্যালয় অবরুদ্ধ করে রাখে, অবশেষে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিভাগীয় প্রধান কার্যালয় ছাড়তে বাধ্য হন। এরপর বিভাগে কালো পতাকা টানানো, অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন এবং সন্ধ্যায় নজরুল ভাস্কর্যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ডিপার্টমেন্টে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অভিযুক্ত সাজন সাহার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর যৌন হয়রানি ও হেনস্থার অভিযোগ এনে লিখিত অভিযোগ দিয়েছেন মোট ৩১ জন নারী শিক্ষার্থী।