বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের 'জাতীয় বীর' এবং আহত ও গ্রেপ্তার হওয়া সবাইকে 'মুক্তিযোদ্ধা' হিসেবে কেনো ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
রুলে হতাহতদের পরিবারকে পুনর্বাসন এবং আহত ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো মাসিক সুবিধা কেনো দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহীনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট রায়হান আলম।