আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত রিমান্ডের আদেশ দেন। এ দিন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান তাঁর ৫ দিনেরই রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে। বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকীও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। আসামির পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
এরপর কথা বলতে চান মানিক। তবে আইনজীবীরা এর বিরোধীতা করে হই-হুল্লোড় করেন। এর মাঝেই কথা বলেন মানিক। তিনি বলেন, ‘আমি পর পর দুই বারের নির্বাচিত কাউন্সিলর। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হয়রানি করতে মামলা দেওয়া হয়েছে। কোনো অন্যায় কাজ করিনি।’
পরে আদালত তাঁর পাঁচ দিনেরই রিমান্ডের আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তাঁর বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন।