রাজধানীর পুরান ঢাকার হাজারীবাগ এলাকায় ভাড়া বাসার ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর মীর জাওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল রোববার দিবাগত ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে। জাওয়াদের মৃত্যুর বিষয়টি তাঁর একাধিক সহপাঠী দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক তার মৃত্যুর কারণ জানা যায়নি।
এদিকে নিহতের বাবা মীর জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে জাওয়াদ গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
জাওয়াদের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহপাঠী করিমা নেহা লিখেছেন, সব ফ্যাকাল্টিকে এই রাতে মেইল করে জানানো লাগতেছে আমার ফ্রেন্ড নাই আর, আমার ফ্রেন্ড বলে নাই কিছু আমাদের, ও মারা গেছে। মীর জাওয়াদ, আমাকে মন খারাপ না করতে বলে নিজেই নিজের ভেতর মরে গেছিলো। একটাবার বলল না। একসাথে আড্ডা দেই, ঘুরতে যাই কেমনে কি করে ফেলল। কেমন বন্ধু আমরা নিজেদের বন্ধুদের মনের খবর জানি না।
নায়ন আক্তার নামে আরেক জন লিখেছেন, আমরা হয়তো কেউই বাইরে থেকে বুঝবো না কার ভেতরে কী চলছে। আর ইন্ট্রোভার্ট হলে তাদের সম্পর্কে বোঝা তো আরো কঠিন। জীবনে যত দুঃখই থাকুক সুইসাইড কখনোই কোনো সমাধান না। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে হেরে যাওয়ার জন্য দুনিয়াতে পাঠাননি।
সহপাঠীসহ নিহতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধারণা তিনি হতাশা থেকে বহুতল ভবন থেকে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।