জঙ্গিবাদের প্রতিবাদে মাঠে চবি শিক্ষকরা

চবি প্রতিনিধি |

0120160727154031

জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।বুধবার (২৭ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান অতিথি এবং উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বিশেষ অতিথির বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্যের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে অন্যাদের মধ্যে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান, যুগ্ন সম্পাদক মো. মহসীন, কার্যনির্বাহী সদস্য ড. সাজেদা আক্তার, সমিতির সাধারণ সদস্য অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক, অধ্যাপক ড. শংকর লাল সাহা, অধ্যাপক ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. মোজাফ্ফর আহমদ, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা, অধ্যাপক ড. দেব প্রসাদ পাল, অধ্যাপক ড. আবদুল গফুর, অধ্যাপক ড. আবুল মনছুর, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, অধ্যাপক ড. মিহির কুমার রায়, অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, অধ্যাপক এ কে এম তফজল হক, অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, প্রক্টর আলী আজগর চৌধুরী, সহযোগী অধ্যাপক এ বি এম আবু নোমান, মাইনুল হাসান চৌধুরী, তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, অন্ধকার, অসভ্যতা, অসুস্থতা থেকে সমাজ, দেশ ও রাষ্ট্রকে বাঁচাতে জঙ্গিবাদ রুখে দাঁড়াতে হবে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026838779449463