জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় শিক্ষকদের অংশ নেয়ার আহবান স্বাশিপের

নিজস্ব প্রতিবেদক |

cccc

জঙ্গিবাদের বিরুদ্ধে আলাদা ট্রাইবুনাল গঠন করে তাদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মোজাম্মেল হক বলেন, একটি গোষ্ঠী দেশের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডকে আইএসের নামে চালানোর জন্য উঠে পড়ে লেগেছে। ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে মন্ত্রী বলেন, ইসলামকে জঙ্গি হিসেবে প্রকাশ করার জন্য ইহুদি ও আমেরিকার টাকায় এসব সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। গুলশান ও শোলাকিয়ার হামলা দুটিও একইসুত্রে গাঁথা। শুধুমাত্র সরকারকে উচ্ছেদ করার জন্যই এ হামলা চালানো হয়েছে।

দেশের ইংরেজি মাধ্যম স্কুল-কলেজগুলোর সমালোচনা করে মন্ত্রী বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। বিশেষ করে ইংলিশ মিডিয়াম ও মাদ্রাসাগুলোতে। তাই পূর্ব ধারণা পাল্টিয়ে বর্তমান চিত্র উপলব্ধি করতে হবে।

সভায় দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত মুক্তিযুদ্ধের গল্প, ইতিহাস, ইসলামের সত্যিকারের রূপ এবং জঙ্গিবাদ বিরোধী প্রচারণা করার আহ্বানও জানানো হয় দেশের শিক্ষক সমাজের কাছে।

সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এ সভার সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু । এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি, প্রফেসর সাজিদুল ইসলাম, এম এ করিম, অধ্যক্ষ শাহাদাৎ হোসেন রানা, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ সামছুল আলম, এ কে এম ওবাইদুল্লাহ প্রমুখ।


পাঠকের মন্তব্য দেখুন
কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.016881942749023