জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে। র‌্যাব সূত্রে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ তথ্য জানা গেছে।

মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান জানায়, বাড়িটির ভেতরে এখন সুইফট (বোম ডিস্পোজাল ইউনিটের তল্লাশি) চলছে। বোমা বিস্ফোরণে একজনের লাশের শরীরের বিভিন্ন অংশ পড়ে আছে। তবে ভেতরে কতজনের লাশ আছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি বাহিনীটি।

 

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে। র‌্যাব সূত্রে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ তথ্য জানা গেছে।

মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান জানায়, বাড়িটির ভেতরে এখন সুইফট (বোম ডিস্পোজাল ইউনিটের তল্লাশি) চলছে। বোমা বিস্ফোরণে একজনের লাশের শরীরের বিভিন্ন অংশ পড়ে আছে। তবে ভেতরে কতজনের লাশ আছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি বাহিনীটি।

ড্রোন ব্যবহার

এদিকে, জঙ্গিদের অবস্থান জানতে ড্রোন ব্যবহার করছে র‌্যাবের ইন্টেলিজেন্স শাখা। টিনশেডের ভেতরে ভোরে পরপর ২টি বিস্ফোরণ হওয়ায় বাড়িটির ভেতরকার অবস্থা জানা সম্ভব হচ্ছে না। যার কারণে জঙ্গি আস্তানার ভেতরের ও বাইরের অবস্থা জানার চেষ্টা করছে র‌্যাব।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, ভেতরে দুটি বিস্ফোরণের কারণে জঙ্গিদের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। তাই ভেতরের অবস্থা জানতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

কেয়ারটেকার, ইমামসহ আটক ৩

বাড়িটি ঘেরাও করার পরই কেয়ারটেকারসহ তিন জনকে আটক করেছে র‌্যাব। তারা হলেন- কেয়ারটেকার সোহাগ, সোহাগের বউ মৌসুমী ও স্থানীয় মসজিদের ইমাম ইউসুফ।

কেয়ারটেকারের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে ওই টিনশেড ভবনে কারা কারা থাকেন? কীভাবে ভাড়া দিয়েছেন? সোহাগ ওই এলাকায় ডিশের ব্যবসা করেন। তিনি বলেন, টিনশেড বাড়িটির পাশে একটি মসজিদ রয়েছে। সম্প্রতি মসজিদটি সম্প্রসারণ করে মাদরাসা করার কথাও চলছিল। মসজিদের ইমাম ইউসুফকেও তাই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, ওই টিনশেড বাড়িতে চারটি রুম। দু'জন যুবক এক দেড় মাস হলো ভাড়ায় উঠেছেন।

র‌্যাব ২ এর কোম্পানি কমান্ডার (এসপি) মহিউদ্দিন ফারুকী বলেন, আশঙ্কা করা হচ্ছে সম্প্রতি যে দুই যুবক ভাড়ায় ওই বাসায় উঠেছেন তারাই জঙ্গি। তাদের ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

বাড়ির মালিক ওহাব জানিয়েছেন, দেড় মাস আগে ভ্যানচালক পরিচয় দিয়ে টিনশেড বাসা ভাড়া নিয়েছিল দুজন ব্যক্তি।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি রাত ৩টা থেকে ঘিরে রাখে র‌্যাব। বাড়িটিতে একাধিক জঙ্গি থাকতে পারে বলে জানান র‌্যাবের কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা করা হচ্ছে। হ্যান্ড মাইকেও কথা বলার চেষ্টা করা হয়েছে। ওখানে একাধিক জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে। ভোর ৫টার দিকে বড় বিস্ফোরণ হয়েছে। এরপর আর কোনো আওয়াজ, সাড়া শব্দ মেলেনি। তিনি আরও বলেন, আমরা আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছি। সময় নিয়ে অভিযান চালানো হবে।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0059270858764648