জন্মদিনে ছুরিকাঘাতে খুন কলেজছাত্র

দৈনিকশিক্ষা ডেস্ক |

নিজের জন্মদিনের কেক কেনা হলো না কলেজছাত্র ইফতেখার উদ্দিন ওরফে ইরফানের। জন্মদিনেই তাকে ছুরিকাঘাতে খুন করা হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে নগরের হালিশহর বড়পোল এলাকায় এই ঘটনা ঘটেছে। দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

পুলিশ বলছে, চার দিন আগে এক বন্ধুর সঙ্গে বাড়াবাড়ির জেরে তাকে খুন করা হয়েছে। নিহত ইফতেখার নগরের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র। তার বাড়ি হালিশহর মইন্যাপাড়া এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সাদ্দাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইফতেখারের বন্ধু মো. নয়ন আজ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজের লাশ ঘরের সামনে বলে, আজ বৃহস্পতিবার ইফতেখারের জন্মদিন। এ জন্য বিকেলে বাসা থেকে বেরিয়ে সাইকেল নিয়ে কেক কিনতে যান। হালিশহর বড়পোল অ্যাপেক্সের সামনে পূর্ব থেকে থাকা মো. সাদ্দাম গতিরোধ করেন ইফতেখারের। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হালিশহর মইন্যাপাড়ার বাসিন্দা মাংস বিক্রেতা মো. ইদ্রিসের একমাত্র ছেলে ইফতেখার। ছেলেকে হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। তাঁর স্ত্রী সুফিয়া হাসপাতালের জরুরি বিভাগের সামনে লাশ ঘরে এসে অচেতন হয়ে পড়েন। তাঁকে পরে বাসায় নিয়ে যাওয়া হয়।

জরুরি বিভাগের সামনে আসা মইন্যা পাড়ার কয়েকজন বাসিন্দা জানান, ইফতেখার ভালো ছেলে ছিল। তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। চার দিন আগে কোচিং থেকে বাসায় ফেরার সময় সাদ্দাম তাকে পেছন থেকে ডাক দেন। ভয় পেয়ে ওই সময় মো. টিপু নামের এক বড়ভাইকে ডাক দেন ইফতেখার। ওই বড়ভাই সাদ্দামকে গালি দেন। একটি চড়ও মারেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুর রহমান বলেন, ইফতেখার ও সাদ্দাম দুজনই মইন্যাপাড়ার বাসিন্দা, তারা বন্ধু। সেদিন চড় মারার প্রতিশোধ নিতে ইফতেখারকে খুন করে সাদ্দাম। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0043790340423584