জবিতে ঐতিহ্যের আদলে নির্মিত হবে দুই ফটক

দৈনিকশিক্ষাডটকম, জবি |

দৈনিকশিক্ষাডটকম, জবি : কলেজ আমলের সাদামাটা গেট ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভবনগুলোর ঐতিহ্যের আদলে ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে দ্রুতই প্রধান ফটকসহ দৃষ্টিনন্দন দুটি গেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো নিজস্ব ঐতিহ্য বহন করছে। বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যের আদলে প্রধান ফটক ও দ্বিতীয় ফটকে দৃষ্টিনন্দন দুটি গেট নির্মাণ করা হবে। এ বিশ্ববিদ্যালয়কে শিল্প-সংস্কৃতির দিক দিয়ে ঐতিহ্যবাহী ক্যাম্পাসে রূপ দেয়া হবে। যেন ভেতরে ঢোকার সময় বোঝা যায়, এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। 

জানা যায়, গত বছরের জানুয়ারিতে প্রধান ফটক, দ্বিতীয় ফটক ও ছাত্রী হলের ফটক মিলে তিনটি গেট নির্মাণের জন্য কমিটি গঠন করেন প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। কিন্তু এরপর তিনি মারা যাওয়ায় বাকি কাজ শেষ হয়নি। বর্তমান উপাচার্য ড. সাদেকা হালিম যোগদানের পর তিনিও ক্যাম্পাসের ফটকের সৌন্দর্য বাড়াতে দৃষ্টিনন্দন গেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে আপাতত বিশ্ববিদ্যালয়ের দুই ফটকের গেট নির্মাণের কাজ শেষ করতে চান উপাচার্য।

এ গেট নির্মাণের জন্য গঠন করা কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আশরাফ-উল-আলম, সদস্য সচিব হিসেবে উপপ্রধান প্রকৌশলী মো. আমিরুল ইসলামসহ সদস্য হিসেবে রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন ও প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী। গেটের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, গেট নির্মাণের জন্য আমাদের কমিটি একাধিক মিটিং করেছি। জরিপসহ তিনটি নকশা তৈরি করা হয়েছে। বর্তমান উপাচার্যকে আমরা প্রেজেন্টেশন করেছি। তিনি কিছু মডিফাইড করতে বলেছেন।


পাঠকের মন্তব্য দেখুন
আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন - dainik shiksha আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ - dainik shiksha ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ - dainik shiksha হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ - dainik shiksha দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা - dainik shiksha স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030438899993896