জবিতে ডেঙ্গু আতঙ্ক, ক্যাম্পাস ছুটির দাবি শিক্ষার্থীদের

জবি প্রতিনিধি |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের কাছে ক্যাম্পাস ছুটির আবেদন জানিয়ে উপাচার্যের সাথে দেখা করেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসন কাছে ক্যাম্পাস ছুটির জন্য আবেদন করেন।

তারা আবেদনে জানান, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ প্রায় ৩৫ জনেরও অধিক প্রাণ ঝরে পরেছে। আমাদের অধিকাংশ শিক্ষার্থী পুরান ঢাকার অস্বাস্থ্যকর পরিবেশে বাস করায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইতোমধ্যে আমাদের প্রায় ১০০ জন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত। এমতাবস্থায় আগামী ২-৩ দিনের ভেতর ক্যাম্পাস বন্ধ করতে আহ্বান করেন প্রশাসনকে।

উপাচার্য়ের সাথে দেখা করার পর সাধারণ শিক্ষার্থীরা জানান, আমরা উপাচার্য স্যারকে অনুরোধ করেছিলাম সম্ভব হলে ঈদের ছুটিটা এগিয়ে আনা যায় কিনা। তবে তিনি সে বিষয়ে সম্মতি দেননি। কারণ হিসেবে সেশনজটের কথা উল্লেখ করেন। তবে ক্যাম্পাসকে আরও পরিষ্কার রাখার ব্যাপারে আরও উদ্যোগ নেয়ার কথা জানান বলে সাধারণ শিক্ষার্থীদের বলেন।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের তথ্য অনুয়ায়ী, এখন বেশি জ্বরের রোগী আসে। মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা না থাকার কারণে বাইরের হাসপাতালে ভর্তির পরামর্শ দেন তারা।

এ বিষয়ে সিনিয়র মেডিকেল অফিসার ডা. মিতা শবনম বলেন, আমাদের এখানে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জ্বর, মাথাব্যাথার ঔষধ দিয়ে থাকি। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জ্বরের রোগী আসলে হাসপাতালে ভর্তির পরামর্শ দেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালক আবদুল বাকী বলেন, ক্যাম্পাসে মশা মারার জন্য প্রতিদিন স্প্রে করা হয়। ডেঙ্গুতে আক্রান্ত শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি না।

উল্লেখ্য, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত হওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে ক্যাম্পাস ছুটির জন্য উপাচার্য বরাবর আবেদন করেন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0038049221038818