জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য অধিকার আইন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার উপাচার্যের কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক। এসময় ‘তথ্য অধিকার আইন ও আমাদের করণীয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনের সচিব ড. মো. আব্দুল হাকিম।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোসের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানরা, বিভিন্ন দপ্তরের প্রধান, প্রভোস্ট, প্রক্টরসহ অনেকে উপস্থিত ছিলেন।