দৈনিক শিক্ষাডটকম, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও বাংলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উৎসব পালন করে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে একই উৎসবের আয়োজন করে বাংলা বিভাগ।
এ দুই বিভাগের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, সামাজিক মাধ্যমে আমরা দেখি আমাদের জাতীয় দিবসগুলো সম্পর্কে বর্তমান প্রজন্ম সজাগ নয়, একজন শিক্ষক হিসেবে আমার দুঃখ, পরিতাপ করে বলতে হয় এটা আমাদেরই ব্যর্থতা শিক্ষার্থীদের এ বিষয়গুলো নিয়ে বুঝাতে পারিনি।
এদিকে বাংলা বিভাগের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলা মাসগুলোতে বসন্ত উৎসব, পহেলা বৈশাখ সহ বিভিন্ন উৎসবে আমরা যেনো ভোগবাদী না হয়ে মেধা মননে আমাদের চিন্তা চেতনায় বাঙালি স্বকীয়তা ফুটিয়ে উঠাতে পারি এবিষয়ে খেয়াল রাখতে হবে।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অনুষ্ঠানে একই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদি্দন ও বাংলা বিভাগের অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস সভাপতিত্ব করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।