জবিতে যৌন নিপীড়নকারী শিক্ষকের বিচার নিয়ে প্রহসনের অভিযোগ!

জবি প্রতিনিধি |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের দুই নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত একই বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল হালিম প্রামাণিকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিডিন্ডকেট সভায় গৃহীত ‍‌'তিরস্কার ও দুই বছরের পদন্নতি বিলম্ব' এর সাজা বাতিল করে নতুন রিভিউ তদন্ত কমিটির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ পাঁচ সদস্যের রিভিউ তদন্ত কমিটির কথা জানালেও এখনো দাফতরিক চিঠি বা অনুমতি কিংবা নির্দেশনা কোনটাই পাঠানো হয়নি।  

বৃহস্পতিবার (১৭মে) রিভিউ তদন্ত কমিটির প্রধান জবির একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের অধ্যাপক ড. সওকত জাহাঙ্গীর এ কথা জানান।

এসময় অধ্যাপক সওকত জাহাঙ্গীর বলেন, 'আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি যে, নিজ বিভাগের নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত লঘু সাজাপ্রাপ্ত একজন শিক্ষকের সাজা স্থগিত করে পুনরায় রিভিউ তদন্ত কমিটিতে তদন্ত করার দ্বায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দাফতরিক কোন নোটিশ বা চিঠি দিয়ে আমাদের  নির্দেশনা দেয়া হয়নি। তাই তদন্তের বিষয়ে কোন পদক্ষেপ নেওয়াও সম্ভব হচ্ছে না।'

গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম। বিতর্ক এড়াতে রিভিউ তদন্ত কমিটিতে বাদী ও বিবাদী উভয় পক্ষের একজন করে অধ্যাপক তদন্ত কমিটিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ বিষয়ে জবি রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, 'আমরা এখনো কোন চিঠি ইস্যু করতে পারিনি। কারণ অভিযুক্ত শিক্ষক আব্দুল হালিম প্রামাণিক এখনও কোন প্রতিনিধি দেননি। আমরা এক পক্ষের প্রতিনিধি পেয়েছি। ওই শিক্ষক তার প্রতিনিধি দিলেই আমরা তদন্তকরীদের কাছে নির্দেশনা পাঠাতে পারবো।'

তবে কতদিনের মধ্যে আব্দুল হালিমকে প্রতিনিধি দিতে বলা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তাকে কোন সময় বেঁধে দেওয়া হয়নি । খুব তাড়াতাড়ি তাকে তার পক্ষের প্রতিনিধি দিতে বলা হয়েছে।'

তিনি যতদিন প্রতিনিধি দেবেন না ততদিন তদন্ত বন্ধ থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি এসব জানি না । এটা উপাচার্য জানেন। 'তবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান দেশের বাইরে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।  

জানা যায়, উপাচার্যের সংবাদ সম্মেলনের ঠিক পাঁচদিন পরে গত ৪মে অভিযোগকারী ২ নারী শিক্ষার্থীর পক্ষে জবির মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা বেগমকে প্রতিনিধি হিসেবে রাখার সিদ্ধান্ত হয়। একই সাথে নতুন করে আরো ৫ জন অভিযোগকারীদের সাথে সম্মতি জানিয়ে শিক্ষক হালিমের অতীতের এরূপ নানাবিধ কর্মকান্ড ও ভুক্তভুগী দুই শিক্ষার্থীর খোলাচিঠি সংযুক্তি সহ দাখিল করা হয়।

উপাচার্য সংবাদ সম্মেলনে বলেছিলেন, আব্দুল হালিম প্রামাণিকের বিরুদ্ধে আরো কয়েকটি যৌন নিপীড়নের অভিযোগ আসে। ফলে সব দিক বিবেচনা করে অভিযোগকারী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিত করে পুনরায় রিভিউ তদন্ত কমিটি করা হচ্ছে। তবে তখনও তিনি কত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে এমন কোন সময় জানাতে পারেন নি।

এদিকে অভিযোগকারী নারী শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, 'আমরা আব্দুল হালিমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান নিয়ে বেশ শঙ্কিত। যৌন নিপীড়নের এমন গুরুতর অপরাধ প্রমাণ হওয়ার পরও তাকে কেবল মাত্র 'তিরস্কার' নামক লঘু শাস্তি দেওয়া হয়েছিল। আবার এমন সাজার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের কঠোর অবস্থানের ফলে ফের তদন্ত কমিটি দিলেও তার কোন অগ্রগতি নেই। যা আমাদের কাছে বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছু হতে পারে না।'

অভিযুক্ত শিক্ষক আব্দুল হালিম প্রামাণিকের কাছে জানতে চাইলে তিনি বলেন,' আমি এখনো কোন প্রতিনিধি দেই নাই তবে দিবো।'কবে নাগাদ দেবেন জানতে চাইলে উত্তর না দিয়ে ব্যস্ত আছি বলে ফোন রেখে দেন।


পাঠকের মন্তব্য দেখুন
একাদশে ভর্তিতে কলেজ পছন্দে যে বিষয়গুলো মনে রাখতে হবে - dainik shiksha একাদশে ভর্তিতে কলেজ পছন্দে যে বিষয়গুলো মনে রাখতে হবে ছাত্রীকে যৌন হয়রানি: জুতার মালা শিক্ষককের - dainik shiksha ছাত্রীকে যৌন হয়রানি: জুতার মালা শিক্ষককের ঢাকা বোর্ডের এসএসসি: অসন্তুষ্টদের খাতা চ্যালেঞ্জ ১ লাখ ৮০ হাজার - dainik shiksha ঢাকা বোর্ডের এসএসসি: অসন্তুষ্টদের খাতা চ্যালেঞ্জ ১ লাখ ৮০ হাজার থমকে আছে শিক্ষক বদলি কার্যক্রম - dainik shiksha থমকে আছে শিক্ষক বদলি কার্যক্রম প্রশিক্ষক হতে শিক্ষকদের আবেদন আহ্বান - dainik shiksha প্রশিক্ষক হতে শিক্ষকদের আবেদন আহ্বান কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0045759677886963