জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ষষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে জবি ক্রীড়া উপ-কমিটির (ফুটবল ও হকি) আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, পরিচালক (পিআরআইপি) অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২টি ইনস্টিটিউট ও ৩৬টি বিভাগসহ মোট ৩৮ টি দল অংশগ্রহণ করছে।