জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো তিন দপ্তরে নতুন দপ্তর প্রধান নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন দপ্তর প্রধান নিয়োগ পাওয়া দপ্তরগুলো হলো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর, প্রক্টর দপ্তর এবং ছাত্রকল্যাণ দপ্তর।
প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. একেএম রিফাত হাসান ও হল প্রোভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আগামী দুই বছরের জন্য তাদেরকে এ দপ্তরে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনকে রেজিস্ট্রার হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।