জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড.হোসনে আরা বেগম। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগমকে পরবর্তী দুই বছরের জন্য কলা অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।
বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, ৩ ডিসেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়াও বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
অধ্যাপক ড. হোসেন আরা জলি বেগম ২০১৩ খ্রিষ্টাব্দেরর নভেম্বর থেকে ২০১৬ খ্রিষ্টাব্দের নভেম্বর পর্যন্ত বাংলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০১৩ খ্রিষ্টাব্দের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অ্যান্ড গ্রাফিক্স (বর্তমানে চারুকলা বিভাগ) বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।