আমাদের বার্তা, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন ক্যাম্পাসের নানা অনিয়ম তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরকে আহবায়ক ও উপ-প্রধান প্রকৌশলী (সিভিল) মো. আমিরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা জাহান সুমি, ইউজিসি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী (সিভিল) মোশারফ হোসেন।
এর আগে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে জবির নতুন ক্যাম্পাসের পাঁচতলা বিশিষ্ট প্রকৌশলী ও প্লানিং ভবনে ৪০ শতাংশ পাইলিং কম দেয়া, ভবনের পাইল ভেঙ্গে পুকুরের ঘাটে ঢালাই দেয়াসহ ঠিকাদার ওমর ফারুক রুমির সঙ্গে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর স্বজনপ্রীতি ও যোগসাজশের বিষয় উঠে আসে। এছাড়া নতুন ক্যাম্পাস ঘিরে একটি টেন্ডার চক্র গড়ে উঠেছে বলেও জানা যায়। এসব অনিয়মের তদন্তে এ কমিটি গঠন করা হয়েছে।