জবির নতুন ক্যাম্পাস : অভিযুক্ত ব্যক্তিকে পিডি নিয়োগের প্রস্তাব

জবি প্রতিনিধি |

পূর্ণকালীন প্রকল্প পরিচালক (পিডি) না থাকলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের (কেরানীগঞ্জে) কোনো টেন্ডার অনুমোদন হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রকল্প পরিচালক পদে নিয়োগের জন্য ৩ জন কর্মকর্তার নাম প্রস্তাব করা হয়েছে।  প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ চালাচ্ছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তাবিত নামের তালিকায় রয়েছেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক পদে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, পরিকল্পনা দপ্তরের উপপরিচালক নায়লা ইয়াসমিন ও উপপরিচালক সৈয়দ আলী আহমেদ।

সূত্র জানায়, গত ১৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন : ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্পের জন্য কারিগরি জ্ঞানসম্পন্ন একজন পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগের প্রস্তাব পাঠাতে বলা হয়েছিলো।

প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ চালাচ্ছেন। আগামী ১৩ জুন রেজিস্ট্রার পদ থেকে অবসরে যাবেন প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পের শুরুর দিকে এবং বর্তমানে দায়িত্ব পালন করার জন্য পিডি হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে। মন্ত্রণালয়ের সাড়া পেলে অবসরে যাওয়ার পর রেজিস্ট্রারকে চুক্তিভিত্তিক প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হতে পারে। 

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছেন উপপরিচালক নায়লা ইয়াসমিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর থেকে তিনি নতুন ক্যাম্পাস প্রকল্প দেখভাল করেন। তাই অভিজ্ঞ হওয়ার কারণে পিডি হিসেবে তার নামও প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপপরিচালক সৈয়দ আলী আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাসের প্রকল্প দেখভাল করেন। তবে তার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। ২০১৫ খ্রিষ্টাব্দের ২১ এপ্রিল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অনিয়ম তদন্তে গঠিত কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়।

সত্যতা মেলায় সৈয়দ আলী আহমেদ ও আরেক কর্মকর্তা হিমাদ্রী শেখর মণ্ডলকে ওই দপ্তর থেকে বদলির সুপারিশ করা হয়। হিমাদ্রী শেখরকে বদলি করা হলেও সৈয়দ আলীকে অদৃশ্য কারণে বদলি করা হয়নি। এছাড়া এর আগে সৈয়দ আলীর বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের আসবাবপত্র ক্রয়ে অনিয়মের গুঞ্জনও শোনা যাচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের মতো বৃহৎ প্রকল্পের পরিচালক হিসেবে দক্ষ ও সৎ ব্যক্তিকে চান জানিয়ে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এতো বড় প্রকল্প, হাজারো শিক্ষক ও শিক্ষার্থীর স্বপ্ন যেখানে জড়িত সেখানে দক্ষ, সৎ ও খ্যাতিমান কাউকে পিডি হিসেবে নিয়োগ দেয়া হোক। চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন নয়, স্থায়ীভাবে পিডি নিয়োগ দেয়া হোক।


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0046548843383789