জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে এক আবাসিক শিক্ষার্থীকে তিন ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের ঘটনায় তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলামকে আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক নূরে আলম আব্দুল্লাহ ও সহকারী প্রক্টর শাহনাজ পারভীনকে সদস্য করা হয়েছে।
রোববার তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আইনুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কমিটি গঠনের বিষয়ে রোববার আমি চিঠি পেয়েছি। যেহেতু চিঠি পেয়েছি আগামীকাল সোমবার থেকে এ নিয়ে কাজ শুরু করবো। যত দ্রুত সম্ভব আমরা তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করব।
প্রসঙ্গত, গত ১৬মে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের ১২০৩ নং রুমে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হাফসা বিনতে নূরের ওপর নির্যাতনের অভিযোগ উঠে একই হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনার পরদিন গত ১৭ মে হল প্রভোস্টের মাধ্যমে উপাচার্যের কাছে অভিযোগ দেয় ভুক্তভোগী শিক্ষার্থী।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।