জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতার ৫২ বছর; গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যায়ের মার্কেটিং বিভাগেত সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
অনুষ্ঠানে জবি সাংবাদিক সমিতির সাবেক আহবায়ক সোহাগ রাফিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এসময় জবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, মার্চ মাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। জাতির পিতার ভাষণের মাস। সাংবাদিকরা এই মাসের মর্ম উপলব্ধি করে সেমিনারটা করেছেন এজন্য সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর পেছনে তুফাজ্জল হোসেন, সিরাজউদ্দিনের মতো সাংবাদিকরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই বস্তু নিষ্ঠ সাংবাদিককতার কোনো বিকল্প নাই। আমি আশা করবো আমরাও যদি ভুল করে থাকি সাংবাদিকরা ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, তবে অবশ্যই সেটা যেন বস্তুনিষ্ঠ হয়।
উপাচার্য আরো বলেন, সাংবাদিকদের কাজ হল সঠিক তথ্য তুলে ধরা। এখানে পরিপূর্ণ পেশাদারিত্ব বজায় রাখা উচিত। তবে খেয়াল রাখতে হবে কোন গ্রুপিং-কোন্দলে যেনো সাংবাদিকতার প্রকৃত গতি ব্যহত না হয়। এসময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যায়লের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমদ এবং দৈনিক সময়ের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. হারুন উর রশীদ। অনুষ্ঠানের শুরুতে সেমিনার মূল প্রবন্ধ পাঠ করেন জবি সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দিন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, জবি সাংবাদিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি সোলাইমান সালমান, নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান তানভির, সাধারণ সম্পাদক মামুন শেখ ও নব নির্বাচিত অন্যান্য সদস্যরা ছাড়াও জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি, সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসেনসহ সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।