জবি ইংরেজি বিভাগে চেয়ারম্যান'স অ্যাওয়ার্ড পেলেন ৩ ছাত্রী

জবি প্রতিনিধি |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য তিনজন নারী শিক্ষার্থীকে'চেয়ারম্যান'স অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে।

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থী প্রতিভা রাণী দাস (১ম স্থান), সানজানা নেওয়াজ চৌধুরী (২য় স্থান), রোজিনা আক্তার লোপা (৩য় স্থান)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোমিন উদ্দীন।

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকারী প্রতিভা রাণী দাস বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে আজকের দিন স্মৃতি হয়ে থাকবে। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতির হিসেবে বিভাগের এধরণের উদ্যোগ সত্যিই প্রসংশনীয়। এই ধারাবাহিকতা অব্যহত রাখার আহ্বান করছি।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো কামাল উদ্দীন আহমদ বলেন, ইংরেজি বিভাগ বরাবরই ব্যতিক্রমধর্মী। শিক্ষার্থীদের পড়াশোনায় উজ্জীবিত করতে প্রতিটা বিভাগের উচিত এমন পদক্ষেপ গ্রহণ করা। এই অ্যাওয়ার্ড প্রবর্তনের ফলে শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল অর্জন করার ব্যাপারে অনুপ্রেরণা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোমিন উদ্দীন বলেন, দায়িত্ব প্রাপ্তির পর থেকে ইংরেজি বিভাগকে শিক্ষার্থী বান্ধব করার নানান কার্যক্রম গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া। এতে অন্য শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা তৈরি হবে এবং পড়াশোনায় আগ্রহ বাড়বে।

প্রসঙ্গত, ইংরেজি বিভাগের ১০৪তম একাডেমিক কমিটি সভায় 'চেয়ারম্যান'স অ্যাওয়ার্ড' প্রদানের সিদ্ধান্তটি গৃহীত হয়। শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় যে সকল শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করবে তাদের এ পুরস্কার দেয়া হবে এবং যার ধারাবাহিকতা চলমান থাকবে।

 


পাঠকের মন্তব্য দেখুন
অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন সভাপতির একক স্বাক্ষরে - dainik shiksha অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন সভাপতির একক স্বাক্ষরে জোর করে পদত্যাগ, ভালো নেই স্ট্রোক করা সেই অধ্যক্ষ - dainik shiksha জোর করে পদত্যাগ, ভালো নেই স্ট্রোক করা সেই অধ্যক্ষ বরিশালে থানায় শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর - dainik shiksha বরিশালে থানায় শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর হাজিরা মেশিন কাজে আসেনি ১৬৯ বিদ্যালয়ে, গচ্চা ৩৭ লাখ টাকা - dainik shiksha হাজিরা মেশিন কাজে আসেনি ১৬৯ বিদ্যালয়ে, গচ্চা ৩৭ লাখ টাকা পদ্মার ভাঙনে বিলীনের শঙ্কায় দুই স্কুল - dainik shiksha পদ্মার ভাঙনে বিলীনের শঙ্কায় দুই স্কুল কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0025908946990967