জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে সেমিস্টার ফাইনালের প্রশ্ন সরবারহের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কুমার সাহা।
বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত শিক্ষক জুয়েল সাহা স্নাতক চতুর্থ বর্ষের এক ছাত্রীকে তার নিজ কোর্স ‘ক্লাসিকাল ইলেকট্রো ডাইনামিকস: ১-সহ আরও বেশ কয়েকটি কোর্সের প্রশ্ন সরবারহ করেন। গত ৪ ডিসেম্বর এই কোর্সের মানোন্নয়ন পরীক্ষা চলাকালীন ওই ছাত্রী নকলসহ ধরা পড়েন। পরবর্তীতে তার নকলের সঙ্গে প্রশ্নের অধিকাংশ উত্তর মিল থাকায় বিভাগের শিক্ষকরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রশ্নফাঁসের বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে সকল ক্লাস-পরীক্ষা থেকে ৩ বছরের জন্য মৌখিকভাবে অব্যাহতি দেয় বিভাগীয় একাডেমিক কাউন্সিল। তবে কোনো অজানা কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়নি।
বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আঞ্জুমান আরা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, একাডেমিক মিটিংয়ে মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে তিন বছরের জন্য ক্লাস পরীক্ষা থেকে অব্যহতি দেয়া হয়। কিন্তু তার এই শাস্তির বিষয়ে চেয়ারম্যানের কাছে লিখিত নির্দেশনা জানতে চাওয়া হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
বিভাগের চেয়ারম্যান নূর আলম আবদুল্লাহ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমার কাছে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ না আসায় আমি একাডেমিক শাস্তি কার্যকর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবহিত করতে পারিনি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জুয়েল সাহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি সম্পর্কে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।