জমি দখলে নিতে স্কুলের প্রবেশ পথ বন্ধ করলেন ডেপুটি স্পিকারের ছেলে

পাবনা প্রতিনিধি |

পাবনার বেড়ায় জমি দখলে নিতে স্কুলের প্রবেশ পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে বেড়া পৌর মেয়র ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস রঞ্জনের বিরুদ্ধে। রবিবার সকালে স্কুলে আসা শিক্ষার্থীরা প্রবেশ পথ বন্ধ পেয়ে শ্রেণিকক্ষে ঢুকতে পারেনি। বন্ধ হয়ে যায় স্কুলটির শিক্ষা কার্যক্রম। ঘটনার প্রতিবাদে ও প্রতিকার চেয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বেড়া থানা ঘেরাও কর্মসূচি করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্গাপূজার ছুটির পর রবিবার স্কুল খোলার নির্ধারিত দিনে সকালে বেড়া থানা পাড়ায় এ এইচ ই তরঙ্গ প্রি-ক্যাডেট হাই স্কুলে আসে শিক্ষার্থীরা। কিন্তু স্কুলের চারদিকে টিনের ঘেরাও করা বেড়ার কারণে শিক্ষক শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করতে পারেনি। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ শুরু করে এবং থানার প্রধান ফটক ঘেরাও করে।  

স্কুলটির সহকারী প্রধান শিক্ষক শাহজাহান আলী জানান, ২০০০ খ্রিষ্টাব্দে বেড়া পৌর এলাকায় স্কুল প্রতিষ্ঠার পর থেকে আমরা এই রাস্তা ব্যবহার করি। সামনের ফাঁকা জায়গাটি সরকারি পরিত্যক্ত জমি হিসেবেই জানি। কেউ কখনোই জমিটি নিজের বলে দাবি করেনি। কিছুদিন ধরে বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন জমিটি তার কেনা সম্পত্তি দাবি করে দখলে নিতে চেষ্টা করছে। স্কুল ছুটি থাকাকালীন সময়ে তিনি টিনের বেড়া দিয়ে ঘিরে স্কুলে ঢোকার পথ বন্ধ করে দিয়েছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, রবিবার সকালে স্কুলে এসে দেখি গেটের সামনে টিনের বেড়ায় ঘেরা। স্যারেরাও ভেতরে ঢুকতে না পেরে বাইরে দাঁড়িয়ে আছেন। মেয়র সাহেব স্কুলের সামনের রাস্তা কিনে ঘিরে দিয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক জানান, আমরা শুনলাম স্কুলে নাকি আর ঢুকতে দেয়া হবে না। সামনে বাচ্চাদের ফাইনাল পরীক্ষা। এখন স্কুল বন্ধ হয়ে গেলে তাদের আমরা কোথায় পড়াব।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে যতটুকু জেনেছি জমিটি মেয়র সাহেব কিনেছেন। তিনি স্কুলের রাস্তার বিনিময়ে স্কুল কর্তৃপক্ষের কাছে পার্শ্ববর্তী জমি থেকে সমপরিমাণ জমি চেয়েছেন। কর্তৃপক্ষ তাতে সম্মত না হওয়ায় তিনি তার জমি ঘিরে নিয়েছেন। শিক্ষক শিক্ষার্থীরা থানায় এসে রাস্তা বন্ধের বিষয়টি জানিয়েছেন। আমরা দ্রুত বিষয়টি মেয়র সাহেবের সাথে আলোচনা করে পরীক্ষা পর্যন্ত রাস্তা খুলে দেয়ার ব্যবস্থা করবো।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাকে প্রবেশ পথ বন্ধের বিষয়টি জানিয়েছে। জায়গাটি আসলে মালিকানা কার তা খতিয়ে দেখতে হবে। তবে, স্কুলের প্রবেশপথ খুলে দেয়ার বিষয়ে আমি মেয়র সাহেবের সাথে আলোচনা করবো।

স্কুলের সামনের ফাঁকা জায়গাটি স্ত্রীর ব্যবসায়িক সম্পত্তি বলে দাবি করেছেন বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন। তবে তিনি কবে এবং কার কাছ থেকে জায়গাটি কিনেছেন তা জানাতে পারেননি। তিনি বলেন, অন্যের বাড়ির উপর দিয়ে তো রাস্তা হয় না। জমিটি তাদের হলে কাগজ পত্র দেখাক। জনপ্রতিনিধি হিসেবে আমারও দায়িত্ব আছে। প্রয়োজনে আলোচনার ভিত্তিতে রাস্তার জায়গা দেয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন - dainik shiksha আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ - dainik shiksha ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ - dainik shiksha হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ - dainik shiksha দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা - dainik shiksha স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027570724487305