চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ৫৭ নম্বর পূর্ব ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম।
১৯৪০ খ্রিষ্টাব্দের প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে একটি নতুন এক তলা পাকা ভবন এবং একটি পুরাতন টিনশেড ভবন রয়েছে। পুরাতন ভবনের বারান্দাায় চালা নেই। পিলারগুলোর ঢালাই ধসে বেরিয়ে গেছে রড। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কাঠের দরজা-জানালাগুলোও ঘুণে খাওয়া। খেলার মাঠের বিভিন্ন স্থানে জমে আছে বৃষ্টির পানি। রয়েছে শিক্ষক সংকটও।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফাতেমা আক্তার বলেন, ‘তিনজন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’ ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুল হক বলেন, ডেপুটেশনে শিক্ষক দিয়ে ওই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সচল রেখেছি। এ প্রতিষ্ঠানে একসঙ্গে এত সংকট আসবে ভাবতে পারিনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাইলে প্রয়োজনে আরও শিক্ষক ডেপুটেশনে দেওয়া হবে।’ জরাজীর্ণ ভবনের বিষয়ে বলেন, ‘নতুন ভবনের চাহিদার পরিপ্রেক্ষিতে তালিকা পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনওর সঙ্গে আলাপ করে মাঠে মাটি ফেলা, জরাজীর্ণ ভবন অপসারণ ও নতুন ভবন বরাদ্দের ব্যবস্থার কথাও জানান তিনি।