দৈনিক শিক্ষা ডটকম প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পছন্দ ও প্রাপ্যতা অনুযায়ী পাশের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি করানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিধি বহির্ভূত হওয়ায় সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চালু করা অনার্স কোর্স বন্ধের নির্দেশ দেয় মন্ত্রণালয়। এতে সেখানে বিভিন্ন সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়েন। তারেই প্রেক্ষিতে মন্ত্রণালয় নতুন এই নির্দেশনা দিলো। ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় যে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে উপাচার্যকে।