দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বিশিষ্ট ইতিহাসবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক আবদুল মমিন চৌধুরী আর নেই (ইন্না .... রাজিউন)।
শুক্রবার ভোরে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসাইন।
আবদুল মমিন চৌধুরী ১৯৬০ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে টিচিং ফেলো হিসেবে যোগদান করেন ও পরবর্তী বছর প্রভাষক পদে উন্নীত হন। একই বিভাগে তিনি ১৯৬৫ খ্রিষ্টাব্দ সহকারী অধ্যাপক, ১৯৭০ খ্রিষ্টাব্দে সহযোগী অধ্যাপক এবং ১৯৭৮ খ্রিষ্টাব্দে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০১৩ খ্রিষ্টাব্দে তিনি ইতিহাস বিভাগ থেকে অবসর লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অধ্যাপনার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক, কলা অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্য-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি স্বনামধন্য বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১-২০০৪ পর্যন্ত তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি ছিলেন। ২০১৪ খ্রিষ্টাব্দে তিনি এশিয়াটিক সোসাইটির ফেলো মনোনীত হন।
এছাড়া ২০০১-২০০৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ২০০৩-২০০৫ পর্যন্ত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন বিশিষ্ট এই ইতিহাসবিদ।