জাতীয়করণসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরিরা।
রোববার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকেই তারা এ অবস্থান কর্মসূচি পালন করছে।
এসময় তারা প্রহরী পদটি জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা বলেন, আমাদের তিন দফা দাবি আদায় না হলে আমরা রাজপথ ছাড়ব না। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।
তাদের দাবিগুলো হলো-
দপ্তরি কাম প্রহরী পদটি জাতীয়করণ, বেতন বৈষম্য দূরীকরণ, বেতন ভাতা বৃদ্ধি ও উৎসব ভাতা বহাল, ২৪ ঘণ্টা ডিউটি থেকে মুক্তি দিয়ে শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ।
কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান।
তিনি বন্যা দুর্গত এলাকার শিক্ষক, কর্মচারী ও দপ্তরি কাম প্রহরীদের ১ মাসের সমপরিমাণ বেতন প্রদানসহ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে অন্তবর্তীকালীন সরকারকে দপ্তরিদের যৌক্তিক দাবি চাকরি রাজস্বখাতসহ বিদ্যালয় চলাকালীন সময়ে কর্মঘণ্টা দাবি মেনে নেয়ার আহবানও জানান তিনি।
এসময় অবস্থান কর্মসূচিতে প্রায় হাজার খানেক দপ্তরি উপস্থিত ছিলেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।