৩১ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে পহেলা আগস্ট থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বিটিএ’র ব্যানারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
রোববার (৩০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘোষণা দেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।
শেখ কাওছার বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। আর মাত্র দুদিন পরে শুরু হবে। শোকের মাস শুরুর আগেই পাঁচ মিনিটের জন্য হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চাই। আর সাক্ষাৎ না পেলে পহেলা আগস্ট সকাল নয়টা থেকে শোক দিবস পালনের সাথে সাথে কাফনের কাপড় পরে আমরণ অনশন পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের একদফা দাবি আদায়ে রাজধানীর রাজপথে শিক্ষকদের অবস্থান কর্মসূচির ১৯তম দিন গতকাল শনিবার অতিবাহিত হয়েছে। আজ ২০ তম দিন। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান তালা ঝুলিয়ে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিদিন আসছেন এবং অবস্থান নিচ্ছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ’র ব্যানারে এককভাবে আন্দোলনে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
প্রতিদিনের মতো গতকাল শনিবারও সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।
অবস্থানরত শিক্ষকরা বলছেন, দাবি আদায়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনা করা হলেও কোনো ফল আসেনি। উল্টো মন্ত্রী বেসরকারি শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলতে চান, এমপিওভুক্ত শিক্ষকরা অন্য চাকরি না পেয়ে শিক্ষকতা করছেন। কিন্তু তিনি জানেন না মহান পেশা শিক্ষকতায় আসতে আমাদের অনেকেই অনেক ভালো চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। শিক্ষামন্ত্রী আমাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছেন। তিনি জাতি গড়ার কারিগরদের হেয় প্রতিপন্ন করেছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।