জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভার্চুয়াল শ্রেণিকক্ষে কবি নজরুল ইনস্টিটিউটের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলা বিভাগ।
অনুষ্ঠানে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলা বিভাগের শিক্ষক সানজিদা মাসুদ ও মূল প্রবন্ধের উপর আলোচনা করেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ এবং উপসচিব মো. রায়হান কাওছার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের শিক্ষক শাহ মো. আরিফুল আবেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন বিভাগীয় সেমিনার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস এবং সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষার্থী ও কবি নজরুল ইনস্টিটিউটের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।