আজ শনিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ খ্রিষ্টাব্দের এলএলবি শেষ পর্ব পরীক্ষা সকাল সাড়ে ৮টার পরিবর্তে সকাল ১০টা থেকে শুরু হবে। শুক্রবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, গত ৭ জানুয়ারি থেকে এলএলবি শেষ পর্বের পরীক্ষা শুরু হয়। আজ শনিবার দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ প্রথম দিনের পরীক্ষা রুটিন অনুযায়ী সকাল সাড়ে ৮টায় শুরু হয়েছিলো। তবে, শনিবার থেকে এ পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২০ খ্রিষ্টাব্দের এলএলবি শেষ পর্ব পরীক্ষা আগামীকাল শনিবার থেকে সকাল সাড়ে ৮টার পরিবর্তে প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।