আজ বৃহস্পতিবার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জাতীয় শিক্ষা-সেবা পরিষদ’ (জাশিপ)-এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বাংলা একাডেমি মিলনায়তনে বিকেল ৩টায় এ অনুষ্ঠানে ‘জাশিপ মানবসম্পদ উন্নয়ন ও জাতীয় উৎকর্ষের রূপরেখা’ শীর্ষক আলোচনা সভাও হবে। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
জাশিপ একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন। এতে দেশের শুভাকাঙ্ক্ষী শিক্ষাবিদ, বুদ্ধিজীবীসহ শিক্ষিত সমাজ একত্রে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করবে। এলাকাভিত্তিক শিক্ষা-সেবাসমাজ তৈরি করবে। সমাজের কাউন্সিলরদের সমাজ উন্নয়নে কাজ করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে।
জাতীয় শিক্ষা-সেবা পরিষদ ও শিক্ষা-সেবা সমাজ দলমত নির্বিশেষে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে করণীয় নির্ধারণ করবে এবং শিক্ষা ও সেবা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেবে। সরকারের শিক্ষা ও সমাজ সেবা নীতিমালার সুষ্ঠু বাস্তবায়ন, সমস্যা চিহ্নিতকরণ ও কর্মকৌশল নির্ধারণে ভূমিকা রাখবে। জনগোষ্ঠীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদ রূপে গড়ে তুলতে কাজ করবে।
জাতীয় শিক্ষা-সেবা পরিষদের ৫ সদস্যের উপদেষ্টামণ্ডলীতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রফেসর ড. এম. শমশের আলী। উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রফেসর ড. এম. বাকী খলীলী, ইঞ্জিনিয়ার শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ, প্রফেসর ড. মো. হায়দার ও প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমাম। নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. আনিসুজ্জামান। সেক্রেটারি জেনারেল মো. নজরুল ইসলাম খান।
কমিটিতে আরও আছেন প্রফেসর ড. হাসনান আহমেদ, প্রফেসর ড. আবুল হাসনাত মোহা. শামীম, প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রফেসর মো. মিজানুর রহমান, প্রফেসর ড. এম. সাদিকুল ইসলাম, ড. মো. জাকির হোসেন তালুকদার, প্রফেসর ড. একরামুল ইসলাম, প্রফেসর ড.এ.আর.এম. মোস্তাফিজার রহমান, ড. মোহাম্মদ কামাল হোসেন, প্রফেসর ড. মহানউদ্দিন, প্রফেসর ড. মো. আখতার উদ্দিন, প্রফেসর ড. আবুল এইচ.এম.জি আজম, প্রফেসর ড. এ.কে.এম. জাকারিয়া, প্রফেসর ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান, আবু সাদাত মো. মোস্তানসির বিল্লাহ, প্রফেসর ড. মো. ফারুক হাওলাদার, প্রফেসর ড. মো. আবু তালেব, ড. মোহাম্মদ হারুন রশিদ, ড. সুমন আহম্মেদ, মো. আব্দুল হান্নান জোয়ার্দার, প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী, প্রফেসর ড. মো. কামরুজ্জামান, মো. কাওসার আলম, মো. সাইফুল ইসলাম (রতন) ও মো. মাছুম বিল্লাহ।