জাতীয় পার্টির নির্বাচিত ১১ সংসদ সদস্য শপথ গ্রহণে যাবার ঘোষণা আসলে দলটির বিক্ষুব্ধ নেতা কর্মীরা বুধবার সকালে বনানীর কার্যালয়ে বিক্ষোভের ঘোষণা দেয়।
জাতীয় পার্টির নেতা কর্মীদের এমন ঘোষণার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে।
জাপার নির্বাচিত ১১ সংসদ সদস্য প্রথমে ১০ জানুয়ারি শপথ না নেবার ঘোষণা দিলেও পরে আবার অংশগ্রহণের ঘোষণা দেয়। এতেই বিক্ষুব্ধ হয়ে পরে দলটির নেতা কর্মীরা।
জাপা চেয়ারম্যান ও মহাসচিবের উপর নেতাকর্মীদের অভিযোগ নিজেদের সংসদে যাবার জন্য দলটিকে বেঁচে দিয়েছেন তারা। তাই আজ দলটির এমন অবস্থা। এই নেতৃত্ব তৃণমূল বিচ্ছিন্ন।
জাতীয় পার্টির পক্ষ থেকে নিরাপত্তা চাওয়ায় জাপা কার্যালয়ে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান পুলিশের এক কর্মকর্তা।